গত ১৪ই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ অনলাইন পত্রিকাতে ইন্টারনেট এর সংযোগ বিচ্ছিন্ন একটি নিউস অনলাইন হয়। যাতে উত্তর চাষারা এলাকার একটা ঘটনা। এই ঘটনার সাথে জড়িয়ে বিচ্ছিন্ন কারির নাম এবং এমন কিছু তথ্য উপাত্ত দেয়া হয় যা জনাব গোলাম মোস্তফা সাহেব কোন সাংবাদিক বা কোন মিডিয়ার সাথে কথা হয়নি বলে তিনি উল্লেখ করেন। এর পরিপ্রেপেক্ষিতে তিনি একটি প্রতিবাদ লিপি পাঠান যা হুবহু ছবি আকারে উপরে তুলে ধরা হল। ভবিষ্যতে এ কোন ধরনের নিউজ বা ছবি ছাপাতে আমার সাথে আলাপ করে করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।