Sunday, January 19, 2025
Homeজাতীয়জেলা পরিক্রমাপুলিশ কনস্টেবল পদে চাকরি, নারায়ণগঞ্জ পুলিশ লাইন । তদবিরেই বাতিল!

পুলিশ কনস্টেবল পদে চাকরি, নারায়ণগঞ্জ পুলিশ লাইন । তদবিরেই বাতিল!

আগামী ২৪এ জুন-২০১৯ নারায়ণগঞ্জ পুলিশ লাইন এ পুলিশ কনস্টেবল (ট্রেইনিং রিক্রুট) পদে চাকরির জন্য নারায়নগঞ্জ পুলিশ লাইন মাঠে শারীরিক পরিক্ষার মাধ্যমে লোক নিয়োগ পরীক্ষা শুরু হবে। পর্যায়ক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তির্ন্দের চুরান্ত পর্বে নিয়োগ দেয়া হবে।

নিয়োগ হবে সম্পুর্ন যোগ্যতা ও সচ্ছতার ভিত্তিতে। উল্লেখ করা হয় এ নিয়োগে কাউকে অসৎ উপায় অবলম্বন করতে দেয়া যাবে না। কেউ কোন সনদ জ্বাল বা অন্য কোন ভুল পন্থা অবলম্বন করলে তাকে আইনে সোপর্দ করা হবে।

কোন টাউট বা প্রতারক এর কথায় প্রলোভিত না হতে এবং পুলিশের কোন সদস্যের কোন মিথ্যা আশ্বাস কে বিশ্বাস না করার জন্য তাগিত দেয়া হয়েছে। নিজ যোগ্যতায় সুযোগ পাওয়ার পর কোন কোন চক্র বলে তার দ্বারা প্রাথমিক যাচাইয়ে পার হয়েছে বলে দাবি করলে তাদের বিশ্বাস করবেন না। এ ধরনের প্রতারক থেকে দূরে থাকা এবং তাদের সাথে কোন প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য জোর দেয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments