Sunday, January 19, 2025
HomeUncategorizedপার্পল কুইন, নারায়ণগঞ্জ ফাল্গুন মেলা

পার্পল কুইন, নারায়ণগঞ্জ ফাল্গুন মেলা

Purple Queen আয়োজিত ফালগুণ মেলা চলছে নারায়ণগঞ্জ এর প্রান কেন্দ্র চাষাড়া বাধন কমিঊনিটি সেন্টারে। অনলাইন সেল এর ব্যবসায়ীদের নিয়ে এ আয়োজন।

মেলার উদ্দোক্তা Purple Queen এর এডমিন বিপাশা ইসলাম এর সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। বিশেষ করে নারী উদ্দোগতাদের নিয়ে এ আয়োজন বলে সকল পন্য নারীদের উপযোগী করে সাজানো।

মেলায় রয়েছে নারীদের নিত্ত প্রয়োজনীয় অলংকার, সৌন্দর্য বর্ধনের প্রসাধনী। হরেক রকম থ্রি পিছ, জুতা, ঘড়ি, বাচ্চা ও বড়দের শাড়ি, হারবাল ফেস প্যাক ও ক্রেতা, দোকানী ও দর্শনার্থীদের জন্য রয়েছে নানা রকম খাবার সামগ্রী।

মেলার আয়োজক এডমিন বিপাশা ইসলাম Progoti Bazar সহ বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। সময়ের সাথে প্রতিনিধির সাথে কথা বললে তিনি বলেন এ মেলা ১০-১১ ফেব্রুয়ারি দুদিন চলবে এবং আশা করছে বেচা বিক্রি ভালো হবে আর সকল কে মেলায় আসার আমন্ত্রণ জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments