প্রাচ্যের ড্যান্ডি হিসাবে ক্ষ্যাত নারায়ণগঞ্জ এ কোন নারী সংরক্ষিত আসনে মনোনীত হননি। প্রথম দিকে নারায়ণগঞ্জ ৫ আসনের এম পি এ কে এম সেলিম ওসমান তোলারাম কলেজ এর নির্বাচিত নেত্রী ইসরাত জাহান স্মৃতিকে সংরক্ষিত আসনে চেয়েছিলেন।
তার আগেই রব উঠছিল প্রয়াত এম পি নাছিম ওসমান এর সহধর্মিণী নারায়ণগঞ্জ মাতা পারভিন ওসমান এর নাম। সুনা যাচ্ছিল এবং অনেকটা নিসচিতও ছিল স্থানীয় জাতীয় পার্টি। তবে আওয়ামীলীগ ৪৩ টি আসন থেকে ৪১ টি নাম প্রকাশ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এখনো নারায়ণগবাসী মনেকরে যেহেতু জাতীয় পার্টির হাতে এখনো সুজোগ আছে তাদের কোটা অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে একজন কে মনোনীত করার। সে সুজোগে পারভিন ওসমান পেয়েও যেতে পারে। উল্লেখ্য যে এ আসনে দশম সংসদের সংরক্ষিত আসনে হোসনে আরা বাবলী এম পি হয়েছিলেন।