ফাইল ফটো
গত ২৬ মার্চ পাগলা একটি অনলাইন পোর্টালের সিসিলি কমিউনিটি আওয়ার নারায়ণগঞ্জ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি শাহ নিজাম ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিডির বাদী ফতুল্লা থানা ওসি মঞ্জুর কাদের। শাহ নিজাম তার বক্তৃতাকালে পুলিশের কিছু কর্মকান্ডের সমালোচনা করেন।
পুলিশ প্রশাসনকে জড়িয়ে বক্তব্য দেওয়ায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের বিরুদ্ধে জিডি হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের বাদী হয়ে শুক্রবার ২৯ মার্চ ওই জিডিটি দায়ের করেন।
শাহ নিজাম সেদিন বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অনেক পুলিশ অফিসার বলতো আমরা গোপালগঞ্জের লোক কিন্তু শামীম ওসমানের মত এমপির কারণে আমরা গর্বিত। অথচ ২০০১ সালের পর তাদের আর পাওয়া যায়নি। আমরা রাজনীতি করতে গিয়ে বোমা হামলার শিকার হয়েছি মারধরের শিকার হয়েছি। আর এখন শামীম ওসমানের মত এমপি থাকতে প্রশাসনের প্রয়োজন হয় না। কারণ শামীম ওসমান মাদক, সন্ত্রাস, ইভটিজিংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তাঁর প্রত্যেকটি নেতাকর্মী এ বাস্তবায়নে কাজ করছে। যদি তার কোন নেতাকর্মী এতে জড়িত থাকে তাকেও এম পি ছাড় না দিতে নির্দেশ আছে।’ জিডি নাম্বার-১৫৭৯ বলে জানা গেছে।