Sunday, January 19, 2025
HomeUncategorizedনারায়ণগঞ্জ এ নম পার্কে চলছে ফাল্গুন মেলা

নারায়ণগঞ্জ এ নম পার্কে চলছে ফাল্গুন মেলা

নারায়ণগঞ্জ এর আধুনিক পার্কগুলোর মধ্যে নাছিম ওসমান মেমোরিয়াল ট্রাস্ট এর নম পার্ক অন্যতম। এই পার্কটি নারায়ণগঞ্জ এর ফতুল্লা জাতীয় স্টেডিয়ামের কাছাকাছি ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ঘেসেই। পার্কের ভেতরে বিশাল মাঠে আয়োজন করা হয়েছে মেলাটি।

মেলা চলবে ১৩,১৪,১৫ ও ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত। মেলাতে রয়েছে নানা রকম নিত্য দিনের সামগ্রী সহ অনেক ফেশন এর সামগ্রী। মেলায় বিশেষ আকর্ষণ হিসাবে আছে গৃহ শয্যা সামগ্রী। মেলায় রয়েছে J.R FASHION GALLERY, BHUMISUTA FASHION HOUSE, চারুশইলি বুটিক, Sultana’s Artistic Dreams সহ অসংখ্য আকর্ষণীয় স্টল, খাবারের জন্য রয়েছে উন্নত মানের জেড এন্ড টি এর খাবার যা মেলার আগন্তুক সকলের সাধ্যের মধ্যে। বিনোদনের জন্য রয়েছে স্টেজ বাউল গানের আসর। এ ছাড়াও পার্কে রয়েছে উন্নত সুযোগ সুবিধা সম্পন্ন রাইডস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments