ডিজিটাল বাংলাদেশ এর নতুন আতঙ্ক ইন্টারনেট সেবা বিঘ্নকারী সন্ত্রাস। গত দুইদিন আগের লিংক থ্রি এর অফিস তালা মারার পর আবার নারায়ণগঞ্জ এ এক যোগে সব আই এস পি দের সংযোগ কেটে দেয়া হয়েছে উত্তর চাষারার আবাসিক এলাকাতে ।
ভুক্তভোগি আই এস পি তাদের মালামাল খোজ করতে যেয়ে দেখেন তাদের সকল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অধিকাংশ আই এস পি তাদের বিটিআরসি থেকে অনুমোদন প্রাপ্ত। আই এস পি ও গ্রাহক পর্যায়ে কথা বলে জানা গেছে রাতের আধারে এ অপরাধ সংঘঠিত হয়। ভুক্তভোগীরা লোক মারফত জানতে পেরেছেন এটা কোন এক আই এস পি প্রতিষ্ঠানের প্রতিনিধি তার এক তরফা ইন্টারনেট সংযোগ দিতে অন্য সেবা দাতাদের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে থাকতে পারে।
আমাদের প্রতিনিধি সরেজমিনে গেলে কিছু সংযোগ বিচ্ছিন্নকরন যন্ত্রপাতি লক্ষ করা গেছে এবং তার স্থির চিত্র ধারন করা হয়। ভুক্তভোগিরা আইনের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত আইন গত কোন ব্যবস্থা নেয়া হয়নি।