Sunday, January 19, 2025
Homeজাতীয়নগর জীবনঢাকা দক্ষিন সংরক্ষিত ওয়ার্ড এর সদস্য কে ছাত্রলীগ এর শুভেচ্ছা

ঢাকা দক্ষিন সংরক্ষিত ওয়ার্ড এর সদস্য কে ছাত্রলীগ এর শুভেচ্ছা

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এর নবগঠিত ৫৮,৫৯,৬০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সুলতানা আহমেদ লিপি কে কদমতলী আওয়ামী ছাত্রলীগ এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন। স্থানীয় এলাকাবাসীর পক্ষে ছিলেন জনাব এ কে আজাদ সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

শুভেচ্ছা বিনিময় কালে লিপি বলেন তিনি তিনটি ওয়ার্ডেই তার গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে চান এবং শ্যাম্পুর কদমতলি, শনিরআখরা যেসকল এলাকায় পানি ও পয় নিষ্কাশন এর ব্যাবস্থা দুর্বল পর্যায়। ক্রমে সেগুলো কে অগ্রাধিকার ভিত্তিতে আগে কাজে হাত দিবেন এবং তার কাজে সবার সাথে সকল পর্যায়ের নির্বাচিত প্রতিনিধিদের সাথে সমন্যয় করে করবেন বলে আশ্বাস দেন।

ছাত্রলীগের পক্ষে কদমতলি থানা ছাত্রলীগের সহ সভাপতি জনাব ফয়সালুর রহমান সুলতানা আহমেদ লিপি কেও তাদের সংগঠন ও এলাকাবাসীর পক্ষথেকে যতপ্রকার সহযোগিতা লাগে তা তিনি দিতে তার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে ওয়ার্ড সদস্যকে জানান। তার পাশাপাশি সময়ের সাথে প্রতিনিধির মাধ্যমে তিনি নবনির্বাচিত ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ৫৮ নং ওয়ার্ড এ বিপুল ভোটে নির্বাচিত সদস্য সাবেক শ্যাম্পুর ইউনিয়ন এর সফল চেয়ারম্যান জনাব সাইজুল ইসলাম কেও শুভেচ্ছা জানান এবং তার পক্ষ থেকে বর্তমান কমিশনার কে সর্বাত্যক সহযোগিতার আশ্বাস দেন।

গত ২৮ শে ফেব্রুয়ারী ২০১৯ আয়োজিত ঢাকা দক্ষিন এর নবগঠিত ৫৮,৫৯, ৬০ নং ওয়ার্ড এর নির্বাচন অনুষ্ঠিত হয়। শ্যাম্পুর বাসী অনেক আনন্দ উতসবের মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থী কে ভোটাধিকার প্রয়োগ করেন। এই প্রথম শ্যাম্পুর বাসী নগর জীবনের সুবিধা ভোগ করতে যাচ্ছে। এর আগে তারা ঢাকার নিকট বর্তি শ্যাম্পুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং এ নির্বাচনের ফলে এ এলাকায় ইউনিয়ন পরিষদ জীবনের বিলুপ্ত ঘটে।

৫৮ নং সাধারণ ওয়ার্ড সদস্য হিসাবে সাবেক শ্যাম্পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সাইজুল ইসলাম ঠেলা গাড়ী মার্কা নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন তার নিকট তম প্রতিদন্দি ছিলেন জনাব তাজুল ইসলাম (ঘুড়ি) , রাসেল ইকবাল (লাটিম), সাহিদা বেগম (কাটা চামচ) এবং সংরক্ষিত মহিলা প্রার্থী হিসাবে ৫৮, ৫৯, ৬০নং ওয়ার্ড এর নির্বাচিত হন সুলতানা আহমেদ লিপি।

তবে উল্লেখ্য যে ৫৮ নং ওয়ার্ডে প্রায় সকল প্রার্থীই ছিলেন আওয়ামীলীগ এর সদস্য এবং স্থানীয় আওয়ামীলীগ নেতা।

শ্যাম্পুর প্রতিনিধি (সময়ের সাথে)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments