বর্তমান ইন্টারনেট এর এই সহজ লভ্যতার যুগে বহুল পরিচিত টিক টক এক নুতুন আসক্তি। এতে বাদ পরছে না ৭ বছরের শিশু থেকে শুরু করে ৪০ উর্ধ্বে নারী পুরুষ।
এক অনুসন্ধানে দেখা গেছে ভারতে বহুল পরিচিত এই টিক টক এখন ইন্ডিয়া সীমাবদ্ধ নেই। বাংলাদেশের অনেক ক্ষেত্রেই লক্ষ করা গেছে ভারতীয় সংস্কৃতি কে অনুসরণ করা হচ্ছে যা বাংগালী সংস্কৃতির জন্য হুমকি হয়ে দারাচ্ছে।
এর বিস্তার বাংলাদেশেও ব্যপকতা পেয়েছে। আগে মিউসিকাল্লি থাকতে যতটুকু জনপ্রিয়তা ছিল এখন টিক টক হওয়াতে এর ব্যবহার মাত্রা আরও অনেক বেরেছে।
বাংলাদেশে ২০১৮ সালে ইন্টারনেট সহজ লভ্যতার সুবাদে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ব্যপকতা পেয়েছে তেমনি টিকটক ও পিছিয়ে নেই। বাংলাদেশে প্রায় অধিকাংশ ফেসবুক ব্যবহারকারী লক্ষ্য করা গেছে টিক টক আইডি খুলে ব্যবহার করছে। অনেক সময় এমনও লক্ষ করা গেছে একজন টিক টক পোষ্ট কারীর ৯লক্ষ্য ভিউয়ারস। অধিকাংশ টিকটক ব্যবহারকারী অন্য এক শিল্পি বা কোন দুষ্ট লোকের রুচিহীন ভিডিওর উপর নিজের ডাবিং করে অন্যদের মাঝেও ছড়িয়ে দিচ্ছেন। যা সমাজের সকল স্তরের জন্য হুমকি স্বরূপ।
সামাজিক ও মনোবিদদের মতে এসব সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন একদিকে আশির্বাদ মনে হচ্ছে অন্যদিকে একটা বড় মেধা শক্তি নষ্ট হওয়ার পথে। তাই তারা সামাজিক সচেতনতা এবং পারিবারিক নিয়ন্ত্রণ এর উপর জোর দিয়েছেন।