Sunday, January 19, 2025
Homeঅর্থনীতিজমে উঠেছে নারায়ণগঞ্জ আয়কর মেলা

জমে উঠেছে নারায়ণগঞ্জ আয়কর মেলা

উন্নয়নশীল দেশ গুলোর মধ্যে বাংলাদেশ এগিয়ে। তার ধারাবাহিকতায় বাংলাদেশের সর্বস্তরের নিয়ম শৃংখলাও উন্নত করার পথেই হাটছে সরকার। বাংলাদেশকে কিভাবে সমৃধ্যশালী করা যায় তার জন্য সরকার সকল ক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত কল্পে নানা রকম পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে আয়কর মেলা অন্যতম।

একটি নির্ভরযোগ্য ইন্টারনেট প্রতিষ্ঠান।

বাংলাদেশের অধিকাংশ নাগরিক টিন নাম্বার আছে কিন্তু তার মধ্যে অনেকেই রিটার্ন দাখিল করেন না। আয়কর মেলার উদ্দেশ্য সরকারের কোষাগারে বাংলাদেশের আপামর জনগণ কিভাবে তার আয়ের উপর কর কিভাবে সরকারকে প্রদান করতে পারেন তার সহজিকরন কল্পে এই বৃহৎ আয়োজন।

নারায়নগঞ্জ শিল্প সমৃধ্য অঞ্চল হিসাবে এর গুরুত্ব অনেক। এখানে সর্বস্তরের লোক বসবাস করেন। কেউ চাকরী, ব্যাবসা ও অন্যান্য পেশার সাথে জড়িত এর মধ্যে যারাই করের আওতায় আছেন তারা কিভাবে সহজে ও বিভিন্ন অসদুপায়ের হয়রানি না হয়ে কর প্রধান করতে পারেন তাই এ মেলার আয়োজন করা হয়েছে। আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি মেলার সকল স্টলে গুরে দেখেছেন এবং সবার সহযোগিতা ও আন্তরিকতা লক্ষ করা গেছে।

যেকোন স্টলে গেলেই তার সংশ্লিষ্ট না হলেও দেখিয়ে দিচ্ছেন কোথায় যেতে হবে। যে কোন তথ্য বুথে গেলেই পাচ্ছেন আয়কর রিটার্ন ফর্ম ও চালান ফর্ম। কেউ পুরনে অসমর্থ হলে নির্দিষ্ঠ বুথে গেলেই পাশে বসিয়ে পুরনেও সহযোগিতা করছেন। রিটার্ন দিতে আশা কয়েকজন করদাতা ইচ্ছুক দের সাক্ষাৎকারে তারা এ মেলার প্রশংসা ও তাদের আন্তরিকতার পুর্নতার প্রশংসা করেন।

মেলা চলবে ১৪,১৫,১৬ ও ১৭ই নভেম্বর-২০১৯। স্থান আমন্ত্রন কনভেনশন সেন্টার, ২য় তলা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এর পাশে, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বিপরিত পাশে। মেলার সবার অবগতির জন্য সংকৃয় ভাবে সাউন্ড সিস্টেম ব্যবস্থা করেছেন যাতে যে কেউ সহজেই তার বিষয়াবলী অবগত হতে পারেন।রয়েছেন সার্বক্ষনিক ভলান্টিয়ার। উল্লেখ্য নারায়নগঞ্জ এর তরুন করদাতার মধ্যে সর্বশ্রেষ্ঠ করদাতা হিসাবে নির্বাচিত হয়েছেন সাংসদ শামীম ওসমান এর একমাত্র পুত্র অয়ন ওসমান ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments