Monday, December 8, 2025
Homeপ্রযুক্তি ও বিজ্ঞানচীনে মিলল শত বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি

চীনে মিলল শত বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি

দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে অবস্থিত দাদংগৌ স্বর্ণখনিতে ১৪৪৪.৪৯ টন স্বর্ণ মজুত পাওয়া গেছে। খবর আনাদোলুর।

সবচেয়ে বড় একক স্বর্ণের মজুত আবিষ্কার করেছে চীন। ১৯৪৯ সালের পর দেখা মিলল এ খনির চিন স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) এ ঘোষণা করে।

রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, খনিটি ইতোমধ্যেই অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই–পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা উন্নয়ন কাজ শুরু করার পথ খুলে দিয়েছে।

এই স্বর্ণক্ষেত্রটিকে অতি-বৃহৎ, ওপেন-পিট খনি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। কর্মকর্তারা জানান, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২০ মিটার উচ্চতার উপরের এলাকায় প্রায় ২.৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে, যার প্রতি টনে গড়ে ০.৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যাবে।

খনিটি মাত্র ১৫ মাসের দ্রুত অনুসন্ধান প্রক্রিয়ায় শনাক্ত হয়েছে। যা ভবিষ্যতে ‘স্বল্প সময়, উচ্চমানের’ খনিজ অনুসন্ধানের একটি মডেল হয়ে উঠতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments