শাহ আমানত বিমান বন্দর এ সবধরনের উড়োজাহাজ উঠা নামা সাময়িক বন্ধ। চট্রগ্রাম থেকে দুবাইগামী বাংলাদেশ উড়োজাহাজ জরুরি অবতরন করায় এ সন্দেহ ও ব্যবস্থা।
বিমান সচিব বলেন ২ কেবিন ক্রু ও সন্দেহভাজন ব্যক্তি ভিতরে। বাকি পাইলট ও যাত্রিরা নিরাপদে নেমে গেছেন। যৌথ বাহিনী আর্মির প্যারা কমান্ডো বিমান টি নিয়ন্ত্রণে নিয়েছেন, আই এস পি আর। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত সেই অস্রধারিকে গেরেফতার করা হয়েছে।
এ বিষয়ে এয়ার ভাইস মার্শাল জনাব মুফিজ মিডিয়া কে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশ এ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তারা সফল হয়েছেন। কেন কি উদ্দেশ্য ছিন্তাই কারীর তা জিজ্ঞাসাবাদ পরে জানানো হবে। ছিনতাইকারীর বয়স ২৫ বলে জানান। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।