Sunday, January 19, 2025
Homeজাতীয়জেলা পরিক্রমাখেলাধুলা মানুষকে মাদক ও অপরাধ মুক্ত রাখে-আক্তার হোসেন

খেলাধুলা মানুষকে মাদক ও অপরাধ মুক্ত রাখে-আক্তার হোসেন

ফাইল ফটো আক্তার হোসেন (হোসেন টেক্সটাইল)

নারায়ণগঞ্জ শিল্প নির্ভর অঞ্চল হিসাবে যে কজন ৮০ দশক থেকে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন তাদের মধ্যে মরহুম আলহাজ্ব আলাউদ্দিন সাহেব অন্যতম। তারই সুযোগ্য উত্তর সুরী তার সন্তানদের মধ্যে মোঃ আকতার হোসেন ও মোঃ সুমন হোসেন। তারা দুজনেই তাদের পারিবারিক ধারাবাহিকতায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তাদের শিল্প প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম ছিল কর্নফুলি টেক্সটাইল মিলস লিঃ, আজমেরি ডাইং এন্ড প্রসেসিং, আজমেরি রি রোলিং মিলস যা বাংলাদেশের তৎকালীন ষ্টীল মিল গুলার মধ্যে অন্যতম। বর্তমানে এ ছারাও রয়েছে বিশ্বাস গ্রুপ নামে রিয়েল স্টেট এর ব্যবসা। বর্তমানে আক্তার হোসেন তাদের হোসেন টেক্সটাইল মিলস এর পরিচালনা করছেন।

জনাব আক্তার হোসেন ছোট বেলা থেকেই ছিলেন সরল সভাবের মানুষ। এলাকায় খোজ নিয়ে জানা যায় তিনি কারো সাথেই কখনও কোন বিষয়ে বাক বিতণ্ডা বা ঝগড়া বিবাদে জড়াতেন না। ছাত্র জীবনে ভারতের বেঙ্গালুর থেকে কম্পিউটার বিষয়ে গ্রাজুয়েশন শেষ করে দেশে ফিরেন। এবং পারিবারিক সুত্রে ব্যবসায়িক জীবনে জরিয়ে পরেন। ব্যক্তিগত জিবনে আক্তার হোসেন দুই সন্তানের জনক।সাম্প্রতিক সময়ে কিছু সার্থান্নেশি মহল জনাব আক্তার হোসেন এর সামাজিক ও রাজনৈতিক অবস্থান দেখে ভীত সন্ত্রস্ত। আক্তার হোসেন কে অনেকেই হাব্রিড নেতা বলে থাকেন এবং কৌশলে কিছু অনলাইন গণমাধ্যম এ মিথ্যা তথ্য দিয়ে কুচক্রি মহল সংবাদ প্রকাশ করেন।

সময়ের সাথে ফতুল্লা প্রতিনিধি তার সম্পর্কে খোজ নিতে গেলে জানা যায় তাদের পরিবারের সদস্য। শিল্পপতি মরহুম আলহাজ্ব আওয়াল সাহেব ছিলেন ৯৫ সালের যুবলীগ নেতা। তার বড় ভাই মরহুম আলহাজ্ব আলাউদ্দিন সাহেব কে বলা হত মনোনীত জনপ্রতিনিধিদের ছায়া। এ অঞ্চলে যারাই যে কোন পর্যায়ের নির্বাচনে মনোনীত হতেন তারাই এ পরিবার কে সাথে রেখেই নির্বাচনি কার্যক্রম করতেন। বর্তমান সাংসদ জনাব এ কে এম শামীম ওসমান ও এ পরিবারকে সাথে থাকার জন্যে বললে তারা পারিবারিক ভাবে সিদ্ধান্ত নেন এবার আলাউদ্দিন হাজী সাহেবের পরিবার বাংলাদেশ আওয়ামীলীগ এর যোগ্য প্রার্থী জনাব এ কে এম শামীম ওসমান এর পক্ষেই কাজ করবেন। আক্তার হোসেন এর পরিবার তাদের সামাজিক পরিচিতির ধারাবাহিকতায় শিয়াচর, ফতুল্লাহ, লালখা রামারবাগ বৃহত্তর কোতালেরবাগ, সস্তাপুর সহ বেশ কিছু এলাকার ভোটারদের নৌকা মার্কায় ভোট দিতে উদ্ভুদ্দ করেন এবং জয়মাল্য ছিনিয়ে আনেন।

সামপ্রতিক সময়ে একটি মহল আক্তার হোসেন ও সিনিয়র নেতাদের সাথে সুসম্পর্ককে সহ্য করতে না পেরে, তার বিরুদ্ধে কিছু অপপ্রচার চালানোর চেষ্টা করছে। তার ব্যক্তিগত লাইসেন্স ধারী আগ্নেয়াস্রটি নিয়ে বেশ তোর পার হয়। বিভিন্ন পর্যায়ের তদন্তে তা স্পষ্ট হয় আক্তার হোসেন এর আগ্নেয়াস্রটি বৈধ। তিনি ব্যবসায়ী হওয়ার পাশাপাশি একজন ক্রীড়া প্রেমি ও নিজেও খেলাধুলায় অতপ্রত ভাবে জড়িত শুটার হিসাবে নিয়মিত প্রশিক্ষন নিয়ে থাকেন, রয়েছে অসংখ ব্যাটমিন্টন খেলার পুরুস্কার । তাদের রয়েছে অসংখ্য সেবামুলক প্রতিষ্ঠান। লালখায় রয়েছে একটি হাইস্কুল, জামে মসজিদ, মাদ্রাসা ও ইয়াতিম খানা, শাহনুর বেগম মহিলা মাদ্রাসা। কোতালের বাগ আলহাজ্ব আব্দুল মান্নান ফায়েজিয়াম মাদ্রাসা ইয়াতিমখানা যা এ বছর কোরান শিক্ষা বোর্ড এ তাদের অবস্থান ১ম সহ অনেক সামাজিক কর্মকান্ডে তাদের অবদান রয়েছে।

ক্রীড়া প্রেমী হওয়ায় কোতালের বাগ এলাকার জনগন তাকে কোতালেরবাগ এর ঐতিহ্যবাহী ক্রীড়াচক্র ক্লাব এর সভাপতি করার প্রস্তাব করেন। খুব শীঘ্রই পুর্নাংগ কমিটি হবে এবং আক্তার হোসেন সবাইকে আশ্বস্ত করেন এখন থেকে নিয়মিত কিভাবে বিভিন্ন খেলাধুলায় সবাইকে জড়ানো যায় সে বিষয়ে কাজ করবেন। তিনি বলেন খেলাধুলা এলাকার ছাত্র ও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে সহায়তা করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments