ধানমন্ডি আওয়ামীলীগ এর কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমে আলাপ কালে আওয়ামীলীগ সাধারণত সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা বিশববিদ্যালয় এর ডাকসু নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে ৪ জন সিনিয়র ছাত্রলীগের নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এ নির্বাচন গনতান্ত্রিক ভাবে জয়ী হতে চাই।
খালেদা জিয়ার ১ বছরের কারাজীবন নিয়ে জানতে সাংবাদিকদের এক প্রশ্ন উত্তরে ওবায়দুল কাদের বলেন এটা বি এন পির ব্যর্থতা। আর এ বিষয়ে সরকার এর কোন প্রভাব নেই। তিনি বিষয়টি একান্তই আদালতের উপর নির্ভর করছে।
কিছু রাজনৈতিক বিশ্লেষক অবস্য একটা উপলব্ধি বা আচ করতে পারছেন যে, সরকারের স্বরাস্ট্রমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন কারাগারে অনেক দিন সাজা ভোগকারী ও বয়স্করা রয়েছেন তাদের কিভাবে মুক্ত করা যেতে পারে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এতে করে খালেদা জিয়ার মুক্তির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য ডাকসুর নির্বাচনের ইতিহাসে ছাত্রলীগের পক্ষে জয়ী হতে পারেনি।