এক তামিমে ঢাকা কুপোকাত। কুমিল্লা ভিক্টোরিয়ান এর মন মাতানো ব্যাটিং এ ঢাকে ধরাসায়ী করে প্রিমিয়ার লীগের শিরোপা নিল কুমিল্লা ভিক্টোরিয়ান।
তামিম ইকবাল ৬১ বলে ১০ চার ১১ ছক্কার মাধ্যমে ১৪১ রান করেন। মিরপুর স্টেডিয়ামে এ ছিল বিপিএল খেলার এক নজির। কুমিল্লা ভিক্টোরিয়ান ১৭ রানে ঢাকা ডাইনামিট কে পরাজিত করে।
কুমিল্লা ভিক্টোরিয়ান এর মোট রান ১৯৯ এবং ঢাকা ডাইনামিট এ রান তারা করতে ২০ ওভারে ১৮২ রানে তাদের চাকা থেমে যায়। প্রিমিয়ার লীগের এ ২০১৯ আসরে তামিম ইকবালকে জয়ের মুল নায়ক হিসেবে ঘোষণা করা হয়।