কদমতলী থানা ছাত্রলীগ কার্যালয় কাম পাঠাগার
বাংলাদেশ ছাত্রসংগঠনের ইতিহাস অনেক সুদীর্ঘ, বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৬৯, ৭১, ৯০ এর গন অভ্যুত্থান সহ অসংখ্য আন্দোলন এর হাতিয়ার।
আজকের দিনের এ আধুনিক সভ্যযুগে ছাত্র সংগঠনের যে সকল ছাত্র রয়েছে তারা সবাই সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। এমন এক সময় লক্ষ করা গেছে ঢাকা মহানগর দক্ষিণ এর অন্তর্ভুক্ত কদমতলী থানা ছাত্রলীগ এর এক ভিন্ন প্রয়াস। তারা ছাত্রলীগের কার্যালয় কে অফিসের পাশাপাশি সকল ছাত্রদের জন্য গরে তুলেছে আধুনিক ও ইতিহাস সম্বলিত পুস্তকের পাঠাগার।
আমাদের শ্যামপুর কদমতলী প্রতিনিধি বর্তমান থানা ছাত্রলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন আনুর সাথে একান্ত সাক্ষাতকারে আনু বলেন, সমাজে বর্তমানে ছাত্রসংগঠনের যে অবস্থা রয়েছে তা থেকে আরো মেধাবী ও বুদ্ধিমান ও গুনি ছাত্র এবং ছাত্রনেতা কিভাবে হতে পারে সেদিকে লক্ষ রেখেই আমরা এগুচ্ছি।
আনোয়ার হোসেন বলেন আমাদের কার্যালয় কাম পাঠাগারে রয়েছে ইতিহাস বরেণ্য নেতা, মনিষী, বিজ্ঞান ও পযুক্তি নির্ভর লেখা বই। রয়েছে বাংলাদশের স্থপতি জাতীর পিতা বংঙ্গবন্ধুর আত্মজীবন নিয়ে লেখা বই, সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানির জীবনী, রয়েছে বিজ্ঞান ভিত্তিক বই ও প্রতিদিন দৈনিক পত্রিকা পড়ার ব্যবস্থা।
আনু বলেন ভবিষ্যতে তিনি সুযোগ পেলে এটাকে ডিজিটাল পাঠাগারে রুপান্তর করবেন। এ পাঠাগারের বিষয়ে ঢাকা মহানগর দক্ষিন এর সাধারণ সম্পাদক জনাব জুবায়ের আহমেদ এর প্রশংসা করেন।