Wednesday, April 16, 2025
HomeBusinessকদমতলী, ঢাকায় অনুষ্ঠিত হলো পোশাক শ্রমিকদের পক্ষে ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ক অধিপরামর্শ...

কদমতলী, ঢাকায় অনুষ্ঠিত হলো পোশাক শ্রমিকদের পক্ষে ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ক অধিপরামর্শ সভা।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে টেকসই নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর প্রক্ৃয়ায় শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সুরক্ষা নিশ্চিতে অক্সফাম ইন বাংলাদেশ এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি এর যৌথ উদ্যোগে কদমতলী, ঢাকায় একটি অধিপরামর্শ সভা অসনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় শ্রমিক প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বামে শাহজাহান প্রধান (বি এল এফ) ও তার সহকর্মি

সভায় মুল আলোচনা বিষয়বস্তু ছিল ন্যায্য জ্বালানি রূপান্তরের প্রয়োজনীয়তা, যেখানে পোশাক শ্রমিকের কাজের পরিবেশ ও মজুরি নিরাপত্তা নিশ্চিতের সাথে শ্রমিকদের সাথে শ্রমিকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শ্রমিকবান্ধব ন্যায্য জ্বালানি রুপান্ত্রর নিশ্চিত করার জন্য নীতিগত সুপারিশ।

জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সম্মিলিতভাবে কার্বন নিঃসরণ কমাতে বাংলাদেশ বেস কিছু গুরুত্বপুর্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে তৈরি পোশাক শিল্পের সবুজায়ন একটি গুরুত্বপুর্ন অন্তর্ভুক্তি। বৈশ্বিক তৈরি পোশাক শিল্প ফ্যাশন ইন্ডাস্ট্রি চার্টার ফর ক্লাইমেট অ্যাকশন ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ৩০% কমানোর লক্ষ্য নিয়েছে , যার প্রভাব বাংলাদেশের পোশাক খাতে পড়তে যাচ্ছে। তবে এই লক্ষ্যগুলি অর্জন করতে একটি সুনির্দিষ্ট, অন্তর্ভুক্তিমুলক এবং ন্যায় সংগত জ্বালানী রূপান্তর প্রয়োজন, যাতে শ্রমিকদের অধিকার সংরক্ষিত থাকে এবগ্ন সবুজ প্রযুক্তি ও কর্মসংস্থান বৃধি পায়। জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় ২০৩০ সালের মধ্যে তাদের উৎপাদন প্রকৃয়া এবং ফ্যাক্টরিগুলোকে গ্রিন ফ্যাক্টরির মানদণ্ডে উন্নীত করতে তার বর্ত্মান গ্রিন হাউজ গ্যাস নির্গমনের তুলনায় ১৫-২০ শতাংশ নির্গমন কমবে। অন্যথায় চুক্তি অনুযায়ী বাংলাদেশের পোশাক শিল্প কল কারখানাগুলো অত্যধিক কার্বন নির্গমন এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে ব্যর্থতার ফল স্বরূপ তাদের বৈদেশিক অর্ডার প্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হবে।

উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও গার্মেন্টস মালিকগন

অনলাইন যোগ দেয়া অক্সফামের প্রোগ্রাম অফিসার রুমায় নাসরিন বলেন আগত দিনের এই চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই আমাদের প্রস্তুত হতে হবে। ে ব্যাপারে অন্যান্য অংশীজনের সাতেহ কাজ করতে অক্সফাম বদ্ধপরিকর।

সভায় উপস্তিত ফ্যাশন ফরওয়ার্ড প্রকল্পের প্রকল্প ম্যানেজার মাহমুদুল হাসান বলেন বৈশ্বিক অগ্রগতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশের পোশাক শিল্প নবায়নযোগ্য জ্বালানির দিকে এই পরিবর্ত্ন শ্রমিকদের কর্মসংস্থান ও অধিকার যাতে বাধাগ্রস্ত না করে, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। ন্যায্য জালানি রূপান্তরের মাধ্যমে শ্রমিকদের জন্য একটি অন্তর্ভুক্তিমুলক, নিরাপদ ও টেকসই পোশাক শিল্প নিচিত করতে হবে।

তৈরী পোশাক শিল্পে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৈশ্বিক বাজারে জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশের প্রতিশ্রুতির পরিচায়ক। এর মাধ্যমে টেকসই উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রাখবে।

উক্ত কর্মশালায় অংশ নেন বাংলাদেশ লেবার ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কার্যকরি সভাপতি মোঃ শাহজাহান প্রধান, সাধারন সম্পাদক আবু সুফিয়ান, আসমা আক্তার, মোঃ ইউসুফ, বি এল এফ যুব নেতা রতন, মাহবুব, সাংবাদিক অলোক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ অংশ নেন এখানে কিছু গার্মেন্টস মালিক উপস্তিত ছিলেন।

সেফটি অ্যান্ড রাইটস থেকে আরও উপস্থিত ছিলেন, প্রজেক্ট অফিসার ফাহিম ফারজানা, লজিস্টিক অফিসার মেহেদি হাসান সহ অন্যান্য।

উল্যেখ্য সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি দীর্ঘদিন যাবত শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করে আসছে। সংগঠনটি জাস্ট এনার্জি ট্রান্সজিশনকে শ্রমিকবান্ধব করার জন্য নীতি পরামর্শ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এছারা সংগঠনটি জ্বালানি রুপান্ত্রকে শ্রমিকবান্ধব করার জন্য নীতি পরামর্শ ও গবেষনা পরিচালনায় বদ্ধপরিকর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments