Wednesday, April 16, 2025
Homeজাতীয়জেলা পরিক্রমাইন্টারনেট ব্যবসার বিরোধের জেরে গাজীপুরে কুপিয়ে হত্যা 

ইন্টারনেট ব্যবসার বিরোধের জেরে গাজীপুরে কুপিয়ে হত্যা 

ইন্টারনেট ও ডিস ব্যবসার নিয়ন্ত্রণ এর বিরোধের জেরে রাকিব মোল্লা (২৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

গাজীপুরে শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর সদর থানাধীন দক্ষিণখান এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে এবং ৩১ নং ওয়ার্ডের দক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে বলে যানা গেছে। নিহত রাকিব মোল্লা গাজীপুর মহানগর কৃষক দলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক।

সম্প্রতি রাকিব মোল্লা ইব্রাহীম এর ব্যবসার অংশীদার হতে চেয়েছিলেন। নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণখান এলাকায় দীর্ঘদিন ধরে ইমতিয়াজ (৩২) ও সেলিম (৩২) নামের দুই আওয়ামী লীগ কর্মী ইন্টারনেট ও ডিস ব্যবসা করে আসছিলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শুক্রবার রাতে রাকিব দক্ষিণখান এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ইমতিয়াজ, সেলিমসহ আরও চার–পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালায়। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয় লোকজন রাকিবকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments