অদ্য ১৪/১১/২০৫ইং রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায়, আম্বার বোর্ড মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে ইউইয়নের সভাপতি মোঃ হুমায়ূন কবির মোল্লার সভাপতিত্বে বাংলাদেশ লেবার ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দের সহিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লেবার ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি এডভোকেট মোঃ শিরাজুল ইসলাম মিয়াঁ, কার্যকরি সভাপতি শাহজাহান প্রধান, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ, সহ-সভাপতি মোখলেসুর রহমান সহ কার্যকরি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম গুলো উপস্থিত সবাইকে অবহিত করেন। বাংলাদেশ লেবার ফেডারেশন নেতৃবৃন্দ ইউনিয়ন কে সংগঠিত করার লক্ষে সদস্য সংখ্যা বৃদ্ধি, নিয়মিত চাঁদা প্রদান এবং ট্রেড ইউনিয়ন পরিচালনার ক্ষেত্রে কার্যকরি কমিটিকে সকৃয়ভাবে কাজ করার আহবান জানান। বাংলাদেশ লেবার ফেডারেশনের নেতৃবৃন্দ ইউনিয়নের গঠনমুলক কার্যক্রম এবং শ্রমিক কর্মচারির ন্যায় সংগত অধিকার আদায়ে সংগঠনকে সার্বিক সহযোগিতা করার জন্য আহবান জানান।
উল্লেখ্য গত ২০২৪ সালের ডিসেম্বার মাসে এ ইউনিয়নের যাত্রা শুরু করে এবং আজ অবদি শ্রমিকের পক্ষে মালিকের সাথে দর কষাকষি করে চলেছেন।


