Sunday, January 19, 2025
HomeUncategorizedআবারও মিয়ানমার এর গনতন্ত্র সেনাবাহিনীর পকেটে, চলচে জরুরী অবস্থা

আবারও মিয়ানমার এর গনতন্ত্র সেনাবাহিনীর পকেটে, চলচে জরুরী অবস্থা

শান্তিতে নোভেল জয়ী অং সাং সুচি দেশটির নেতৃত্বে থাকা সত্ত্বেও আজ সকালে মিয়ানমারের সেনাবাহিনী কতৃক বন্দি হলেন। সাংবাদিকরা এ খবর সংগ্রহ করতে গেলে সেনা সমর্থকদের বিক্ষোভ থেকে সাংবাদিকদের উপর হামলা হয়। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের সমর্থনে ছোট ছোট কিছু গোষ্ঠী আনন্দ মিছিল করেছে।

সুলে প্যাগোডার কাছে সামরিক বাহিনী সমর্থিত বিক্ষোভকারীরা স্থানীয় এবং বিদেশি সাংবাদিকদের উপর হামলা করেছে। ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে সাংবাদিকদের মারধর করতে দেখা গেছে।ইয়াঙ্গনের প্রধান সড়কে ট্রাকে করে পতাকা হাতে সেনা সমর্থকদের ঘুরে বেড়াতে দেখা গেছে।নেপিডোর উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর আগ্নেয়াস্ত্র, ট্যাংক এবং হেলিকপ্টার উড়তে দেখা গেছে।

সেনাবাহিনী জানায় নির্বাচনে জালিয়াতি হয়েছে। তার সুত্র ধরেই সুচিকে গ্রেফতার/আটক দেখানো হয়েছে। একই এলাকায় পার্লামেন্টে যাওয়ার প্রধান প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে সামরিক বাহিনী।

পার্লামেন্ট সদস্যদের বাসভবনে পাহারা মিয়ানমারের রাজধানী নেপিডোতে পার্লামেন্টের সদস্যদের বাসভবনের বাইরে পাহারা দিচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কমপক্ষে দুই জন আইনপ্রণেতা এখবর বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন।মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এই ঘটনা ঘটলো।

সাই লিন মিয়াত নামে হাউজের এক প্রতিনিধি জানিয়েছেন, অধিবেশন চলার সময়টাতে আইনপ্রণেতারা যে সরকারি ভবনগুলোতে বাস করেন তার বাইরের প্রবেশ মুখে সামরিক ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে।ভেতরে যারা রয়েছেন তারা সবাই সুস্থ থাকলেও কাউকে বের হতে দেয়া হচ্ছে না বলে জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments