বাংলাদেশ আগামী ২ দিন ভারী বর্ষন ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় তাপমাত্রা ১-৩° নিম্নগামী ও রাতে ১-২° বাড়তে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সুত্রে জানা গেছে।
উত্তরাঞ্চলের কিছু অঞ্চল ও সমুদ্র তীরবর্তি দক্ষিনাঞ্চল গুলোতে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের কিছু অংশ এবং রংপুর, রাজসাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ বিচ্ছিন্ন কিছু এলাকায় অবিরাম বৃষ্টি ও বজ্রপাত এর সম্ভাবনা রয়েছে।
বর্তমানে তাপমাত্রা রয়েছে ২০° -২১° C, এ অবস্থায় নগর জীবন ভোগান্তি বেরে যাবে। অফিসগামী, স্কুলগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়বে। যাতায়াত খরচ বাড়বে, জানজটের সম্ভাবনা রয়েছে। অনেক সময় অতি বৃষ্টিতে যানবাহন সংকট লক্ষ্য করা যায়। সিগন্যালগুলো আর নিয়ম নিতীর মধ্যে থাকে না। অনেক সময় নিয়ম বহির্ভূত যান চলাচলের কারণে বড় ধরনের দুর্ঘটনাও লক্ষ্য করা গেছে।
স্বাস্থ ঝুঁকির সম্ভাবনা রয়েছে অনেক এ বৃস্টি ভেজার কারণে জর ঠান্ডা ও কাশিসহ নিউমনিয়ার সম্ভাবনা রয়েছে। বয়স্কদের ও শিশুদের প্রতি একটু বেশি যত্নবান হতে হবে।